দেশজুড়ে
ঈদ শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদ শেষে আজ (১৩ আগস্ট) মঙ্গলবার থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে ঢাকা ফেরা মানুষের চাপ অনেকটা কম। অপরদিকে নানা কারণে ঈদে গ্রামে যেতে না পারা অনেকে ঢাকা ছাড়ছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকায় ফেরার চাপ আজ থেকে শুরু হচ্ছে। কারণ ঈদের ছুটি আজ শেষ হচ্ছে। আগামীকাল বুধবার থেকে অনেকেই অফিস করবেন। তাই ঝামেলা ছাড়াই অনেকে আগেভাগে চলে আসছেন। তবে ঢাকা ফেরা যাত্রীর তেমন চাপ নেই। আগামীকাল থেকে ঢাকা ফেরা মানুষের চাপ বাড়বে। আবার এখনো অনেক মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন। যারা ঢাকায় কোরবানি দিয়েছেন তারা গ্রামের স্বজনদের জন্য মাংস নিয়ে যাচ্ছেন।
এদিকে, আজ সকাল থেকেই ঢাকার রাস্তায় গণপরিবহনের সংখ্যা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রিকশা, সিএনজি অটোরিকশা ও বাসের সংখ্যা বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উবার-পাঠাওয়ের মতো রাইডশেয়ার প্রতিষ্ঠানগুলোর পরিবহন।