আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ঈদ যাত্রা: ‘বাস ছাড়ার আগেই ফিটনেস চেক করবে পুলিশ’
নিজস্ব প্রতিবেদক: সড়ক-মহাসড়কে চলাচলের আগেই ফিটনেসবিহীন বাস চিহ্নিত করতে, ছেড়ে যাওয়ার প্রতিটি পয়েন্টে পুলিশ নজরদারি ও অবস্থান রয়েছে। ফলে বাস ছাড়ার আগেই ফিটনেস পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম।
শনিবার দুপুরে ঈদ উপলক্ষ্যে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে শেষে আশুলিয়ার নবীনগরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান হাবিবুর রহমান।
এসময় তিনি আরও বলেন, ছেড়ে যাওয়ার প্রতিটি পয়েন্টে বাস নজরদারি করবে পুলিশ। অনুমতি মিললে তবেই বাস গন্তব্যের উদ্দেশ্যে ছাড়তে পারবেন চালকরা।
এছাড়া যানজট মুক্ত রাখতে সড়ক মহাসড়কে ব্যাপক পরিকল্পনা ও পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ।
/আরএম