তথ্যপ্রযুক্তিদেশজুড়ে
ঈদ ছুটিতে ডেঙ্গু তদারকির নির্দেশনা!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদের ছুটিতেও ডেঙ্গু তদারকির জন্য নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার বিকালে মন্ত্রী পরিষদ বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপ-সচিব মো সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ১২ আগস্ট ২০১৯ পবিত্র ঈদ-উল-আজহা। ঈদের ছুটির সঙ্গে জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) ও সাপ্তাহিক ছুটি মিলিত হওয়ায় দীর্ঘ ছুটিতে বন্ধ থাকবে সরকারি অফিসমূহ।
সরকারি অফিস ভবন ও ভবনের আশেপাশের বৃষ্টির পানি জমে ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশার বংশ বিস্তারের সম্ভাবনা রয়েছে। ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে এ সময়ে এডিস মশা ও লার্ভা নিধনের কার্যক্রম নজরদারিতে রাখার জন্য বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থাকে নির্দেশনা প্রদান ও তদারকির জন্য নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।”