দেশজুড়ে
ঈদ উপলক্ষে পছন্দের পোশাক কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বরিশালের গৌরনদী উপজেলায় পছন্দের লেহেঙ্গা কিনে না দেওয়ায় সোহানা আক্তার নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ মে) সকালে উপজেলার হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোহানা ওই গ্রামের শাহীন হাওলাদারের মেয়ে। সে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মা শিউলী বেগমের সঙ্গে ঈদের কেনাকাটা করতে গৌরনদী বন্দরের শপিংমলে যায় সোহানা। এসময় একটি লেহেঙ্গা পছন্দ করে সে। টাকার সংকটে তার মা ওই পোশাক কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। পছন্দের পোশাক না পেয়ে দুপুরে বাড়িতে ফিরে অভিমান করে সবার অজান্তে ঘরের আড়ার গলায় ফাঁস দেয় সোহানা।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার সংবাদমাধ্যমে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।