দেশজুড়েপ্রধান শিরোনাম

ঈদে ৬ দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রতিবছর ২৯ রমজান থেকে ঈদের তিন দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা। ঈদের আগের দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত তিন দিনের ছুটি পান সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। রোজা ৩০টি পূর্ণ হলে এই ছুটি চার দিনে পরিণত হতো। সে হিসাবে ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ ছুটি হওয়ার কথা ছিলো।

প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিন ছুটি পেলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সবাই। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন কার্যনির্বাহী কমিটি আগামী ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ঘোষণা করেছে। আজ শনিবার (৬ এপ্রিল) নোয়াবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এবার ঈদের ছুটির এক দিন পর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ হওয়ায় মাঝে এক দিন মাত্র ফাঁকা থাকে। এ জন্য ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নোয়াব। ফলে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকছে সংবাদপত্রে। এর আগে টানা ছয় দিনের ছুটি কখনো পাননি সংবাদপত্রের সঙ্গে যুক্তরা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close