দেশজুড়েপ্রধান শিরোনাম
ঈদে সন্তানদের চাহিদা মেটাতে ব্যর্থ কৃষক বাবার ‘আত্মহত্যা’
ঢাকা অর্থনীতি ডেস্ক: সংসারে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে। এমনিতেই পরিবারে অভাব-অনটন। আবার সামেন ঈদে ঘিরে সন্তানের বায়না, নিজের অক্ষমতাকে সঙ্গী করে আত্নহত্যার পথ বেছে নিলেন এক অসহায় কৃষক বাবা। ঘটনাটি ঘটেঠছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামে। অভাবী কৃষক সেলিম হোসেন (৪৫) আজ মঙ্গলবার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি ঐ গ্রামের দবির উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হেদায়তুল হক জানান, সেলিমের সংসারে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারে অভাব-অনটন ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। এরমধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে ছেলে-মেয়ের নানান চাহিদা এবং সংসারের অভাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অক্ষমতার জন্য নিজেকে দায়ী করে দুপুরে ঘরের ডাবের সাথে ফাঁস নিয়ে তিনি ‘আত্নহত্যা’ করেন।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই মুকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। (ইত্তেফাক)