দেশজুড়েপ্রধান শিরোনাম

ঈদে বর্ধিত বোনাসই পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আসন্ন ঈদুল আজহা আগামী ৩১ জুলাই কিংবা ১ আগস্ট হতে পারে। তা নির্ভর করছে চাঁদ ওঠার ওপর। তবে ১ আগস্ট ঈদ হলে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টসহ এক মাসের মূল বেতন ও বোনাস পাবেন সরকারি চাকরিজীবীরা। আর ঈদুল আজহার সম্ভাব্য দিন ১ আগস্ট ধরে দেয়া হবে বেতন ও বোনাস। বুধবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিদ্যমান বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের ১ জুলাই থেকে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাঁচ বছর ধরেই কার্যকর হয়ে আসছে। এক দিনের হেরফেরে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) কার্যালয় পড়ে বিপাকে।

ঈদ বোনাসের হিসাব করতে অন্তত ১০ কর্মদিবস সময় লাগে। তাই আগেভাগেই অর্থ মন্ত্রণালয়ের কাছে সিদ্ধান্ত চায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়।

কোন তারিখকে ঈদ ধরে বোনাস দেয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কার্যালয় এক চিঠিতে অর্থ মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আসছে ঈদুল আজহার সম্ভাব্য দিন ১ আগস্ট ধরে বার্ষিক বর্ধিত জুলাই মাসে গৃহীত মূল বেতন বা পেনশনের ভিত্তিতে উৎসবভাতা প্রদান করতে হবে।

তবে ঈদুল আজহা যদি ৩১ জুলাই হয় তাহলে তা পরবর্তী মাসের বেতন বা পেনশন থেকে বর্ধিত টাকা সমন্বয় করতে হবে বলেও জানায় মন্ত্রণালয়।

জানা গেছে, এবারের কোরবানির ঈদ ১ আগস্ট হলে বার্ধিত বোনাসে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ১৩০ থেকে ১৪০ কোটি টাকা।

২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের প্রতি বছর ১ জুলাই থেকে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট কার্যকর হয়।

অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ স্মারক অনুযায়ী, যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে তার পূর্ববর্তী মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারী উৎসবভাতা হিসেবে পাবেন।

পেনশনারদের উৎসবভাতা প্রদানের ক্ষেত্রেও পূর্ববর্তী মাসের আহরিত পেনশনের সমপরিমাণ উৎসবভাতা প্রদানের অনুরূপ নির্দেশনা রয়েছে। তাই এবার সরকারি চাকরিজীবীরা বোনাস পাবেন বার্ষিক বর্ধিত জুলাইয়ের মূল বেতনের সমান।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close