বিশ্বজুড়ে

ঈদে নীরব ট্রাম্প, সমালচনার মুখে মেয়ে ইভানকা ট্রাম্প

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বব্যাপী মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আযহা উপলক্ষে সাধারণত বিশ্বনেতারা সৌজন্য হিসেবে শুভেচ্ছা জানান। কিন্তু এবার এ নিয়ে একেবারেই চুপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিক বিবৃতি তো দূর, ক্ষণে ক্ষণে টুইট করা ট্রাম্প অভ্যাসের বশেও ঈদ উপলক্ষে একটি টুইটও পোস্ট করেননি।

অবশ্য ট্রাম্পের মেয়ে এবং মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা ইভানকা ট্রাম্প ঈদের শুভেচ্ছা জানিয়ে পড়েছেন তীব্র সমালোচনার মুখে। কেননা ইভানকার মধ্যে সবাই খুঁজে পেয়েছেন তার বাবার ছবি।

ইভানকার শুভেচ্ছাবার্তার ভাষা কোমল হলেও এর জবাবে আসা প্রতিক্রিয়াগুলো ততটা নমনীয় ছিল না। যেমন, স্কুইরেলগার্ল নামের একটি অ্যাকাউন্ট থেকে তার টুইটের রিপ্লাইয়ে বলা হয়েছে: ‘…যেন তুমি মুসলিমদের নিয়ে কত চিন্তা করো।’

টিংক৫৩ নামের কারেকজন সরাসরিই ভদ্র ভাষায় অপমান করলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট ডটারকে। ইভানকাকে নির্বোধ ইঙ্গিত করে তিনি লিখেছেন: ‘তোমার বাবা মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং বারবার মুসলিমদেরকে অপমান করেছে। তোমার আসলেই কোনো ধারণা নেই। বাড়ি যাও ইভানকা। সুন্দরী রাজকন্যা হয়ে বাড়িতে বসে থাকো। তুমি আমাদের সরকারের গুরুত্বপূর্ণ কেউ, এমনটা বিশ্বাস করা বন্ধ করে দাও।’

এমনই আরও অসংখ্য প্রতিবাদমূলক, ব্যঙ্গাত্মক কমেন্ট-রিপ্লাইয়ে ভরে গেছে ইভানকার ঈদ শুভেচ্ছার টুইট।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close