দেশজুড়ে
ঈদের দিনেও দায়িত্বে পালনে অবিচল পুলিশ সদস্যরা
ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ব্যস্ত তখন দেশবাসীর আনন্দ নির্বিঘ্ন করতে দায়িত্বে অবিচল দেশের পুলিশ সদস্যরা।
বিশেষ সময়ে ঈদ। তারপরও আনন্দের কমতি নেই। তবে, এমন আনন্দের দিনে, প্রিয়জনকে দূরে রেখেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। দেশ আর মানুষের নিরাপত্তার মাঝেই খুঁজে নিয়েছেন ঈদের আনন্দ।
মহামারির মাঝেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই যখন প্রিয়জনের কাছে ছুটেছেন তখনও এই শহরে রয়ে গেছেন অনেকে। স্বজনের সাথে অন্যরা ঈদ জামাতে গেলেও সেই আনন্দকে দূরে রেখে কর্তব্যে অবিচল এই পুলিশ সদস্যরা।
পরিবার পরিজন দূরে থাকলেও দায়িত্ব পালনে পুরো দেশই এখন তাদের পরিবার। ঈদ আনন্দ নির্বিঘ্ন করতেই সচেষ্ট তারা।
প্রতিবার বেশীরভাগ সদস্য ঈদের সময়টাতে কিছুটা অবসর পেলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। করোনা মহামারির কারণে বেশিরভাগ পুলিশ সদস্যকেই থাকতে হচ্ছে প্রিয়জনদের ছেড়ে। তাইতো অভিমান মেশানো কণ্ঠে ছিলো দায়িত্বের প্রতি ভালোবাসা।
স্ত্রী, সন্তান, বাবা-মা দূরে থেকে অভিমান করলেও যতটা সম্ভব তাদের সান্তনা দিয়ে কাজে এসেছেন সবাই। মানুষকে নিরাপত্তা দিয়েই ঈদের আনন্দে ভাগাভাগি করছেন সম্মুখসারির এই যোদ্ধারা।