ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

ঈদের আগে মঙ্গল ও বুধবার ব্যাংক খোলা

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঈদের আগে মঙ্গলবার (১১ মে) ও পরশুদিন বুধবার (১২ মে) লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকবে।

সোমবার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই দুইদিন লেনদেন হওয়ার পর বৃহস্পতিবার থেকে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে। এরপর ঈদের তিনদিন ছুটির পর আগামী রোববার (১৬ মে) রীতিমতো লেনদেনের জন্য ব্যাংকগুলো খুলবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী এবার ঈদের ছুটি ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত। তবে এর মধ্যে শেষ দুইদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ঈদের ছুটি তিনদিনের বেশি দেয়া হবে না বলে আগে থেকেই নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া এবার ঈদের ছুটিতে সবাইকে কর্মস্থলে ঈদ উদযাপন করতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close