আশুলিয়াপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
ঈদযাত্রায় সাভার আশুলিয়ায় ভোগান্তি
নিজস্ব প্রতিবেদকঃ সাভার আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা আজ দুপুর থেকে ছুটি ঘোষণার পর সড়ক মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রীর সাথে বেড়েছে গাড়ির চাপ।
বৃহস্পতিবার(৩০ জুলাই) সন্ধ্যায় সাভার-আশুলিয়ার সড়কের সর্বশেষ আপডেটঃ
আশুলিয়া-বাইপাইল সড়কে ধউর থেকে জ্যাম শুরু, জিরাবোতে একটু জ্যাম কম থাকলেও জিরাবো পার হলেই বাইপাইল পর্যন্ত পুরো সড়কেই জট লক্ষ করা গেছে। এদিকে নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইলের আগ থেকেই জ্যাম শুরু হয়েছে; শেষ হয়েছে জিরানী গিয়ে। জিরানীর পর নন্দন পার্ক পর্যন্ত গাড়ি গতি পেলেও চন্দ্রা পার হয়ে কালিয়াকৈর রেলস্টেশন পর্যন্ত জ্যামে বসে থাকতে হবে।
সাভার আশুলিয়ার মহাসড়কগুলো ছাড়াও আঞ্চলিক সড়ক যেমন, বিশমাইল থেকে জিরাব, সিএন্ডবি থেকে আশুলিয়া সড়কেও জ্যামের ভোগান্তি পোহাতে হবে বেশ কিছুক্ষণ।
সাভার আশুলিয়ার সড়কগুলোতে অতিরিক্ত পুলিশের অবস্থান চোখে পড়ার মত থাকলেও চাপ সামলাতে হিমশিম খাচ্ছে তারা।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, যাত্রী ও বাসে চাপ বেড়েছে তবে যানজট নেই। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে ।
/আরএম