আশুলিয়াস্থানীয় সংবাদ

ইয়ারপুর ইউপি চেয়ারম্যান তৃতীয় বার মনোনয়ন পাওয়ায় ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আহাম্মেদ ভূঁইয়া (মাস্টার)কে তৃতীয় বার নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ায়, ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল উদ্দিন ওরফে রাজন ভূঁইয়া ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার ০৬ ডিসেম্বর সন্ধ্যায় জামগড়া এলাকার সৈয়দ আহাম্মেদ ভূঁইয়া নিজ বাস ভবনে রাজন ভূঁইয়া নেতৃত্বে শতাধিক সাধারণ জনগনসহ কুশল বিনিময় করেন।এসময় চেয়ারম্যানের ছেলে আশুলিয়া থানা যুবলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভূঁইয়া উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান।

৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রাজন ভূঁইয়া জানান,বর্তমান চেয়ারম্যানের অধীনে উন্নয়নের ছোয়া লেগেছে অনেক।তিনি নির্বাচিত হয়ার পর,এখন পর্যন্ত এলাকায় বড় কোনো ধরনের জটিলতা দেখা যায়নি।আর এ সফল মানুষকেই আবারোও চেয়ারম্যান হিসাবে দেখতে চান স্থানীয় এলাকাবাসী।তিনি এলাকায় মাদক নির্মূলসহ অনেকগুলো উন্নয়নের কাজ করেছেন।তিনি যুব সমাজকে নিয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন-রাজন ভূইয়ার বাবা হাজ্বী আবদুল বারেক ভূঁইয়া,হাজ্বী মোঃ সোনা মিয়া ভূঁইয়া,হাজ্বী মোঃমান্নান ভূঁইয়া,মোঃ কুদ্দুস ভূঁইয়া,হাজ্বী মোঃ জাব্বার ভূঁইয়া,মোঃ রাকিব ভূঁইয়াসহ ৬নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Related Articles

Leave a Reply

Close
Close