দেশজুড়েপ্রধান শিরোনাম

ইয়াবা সেবনে অভিযুক্ত সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মাদক সেবনের ভিডিও ফেসবুকে প্রকাশ পাওয়ায় যশোর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান রোববার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি যশোরে এসআই আমিরুজ্জামান ও এসআই ইকবাল হোসেনসহ তিনজনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিওটি এখন মানুষের মোবাইলফোনে ঘুরছে। ভিডিওতে দেখা যায়, এসআই আমিরুজ্জামান ও এসআই ইকবাল হোসেনসহ আরও একজন খালি গায়ে একটি বেড়ার ঘরে বসে তাস খেলছেন। খেলার ফাঁকে ইয়াবা সেবন করছেন এসআই আমির।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আমিরুজ্জামানের বিষয়ে পুলিশ সুপার মহোদয় ব্যবস্থা নিয়েছেন। আজই (রোববার) তাকে যশোর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।

এসআই ইকবালের বিষয়ে তিনি বলেন, ওই নামে কোনও পুলিশ অফিসার কোতোয়ালি থানায় নেই।

Related Articles

Leave a Reply

Close
Close