দেশজুড়েপ্রধান শিরোনাম
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুরে জিহাদ সিদ্দিকী ইরাদ নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত জিহাদ সিদ্দিকী ইরাদ হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাষা সৈনিক শামসুল হক চত্বরের সামনে থেকে ৫৩ পিস ইয়াবাসহ জিহাদ সিদ্দিকী ইরাদ (৩৩) ও তার সহযোগী ইরফানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ৫ এপ্রিল চাঁদাবাজি ও মাদক মামলায় চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদকে গ্রেপ্তার করা হয়েছিল।