দেশজুড়ে
ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনান আত্মগোপনে ছিলেন
ঢাকা অর্থনীতি ডেস্ক: ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মাদ আদনান ব্যক্তিগত কারণে সফর সঙ্গীদের নিয়ে মোবাইল বন্ধ করে গাইবান্ধায় এক বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন রংপুরের উপ-পুলিশ কমিশনার (ডিবি) আবু মারুফ হোসেন।
শুক্রবার (১৮ জুন) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
তারা নিজেরাই রংপুরে ফিরেছেন। প্রাথমিকভাবে এই তথ্যগুলোই পাওয়া গেছে। তদন্তের জন্য আজ আদনানকে থানায় রাখা হবে বলেও জানিয়েছেন আবু মারুফ হোসেন।
এর আগে, নিখোঁজের আটদিন পর দুপুরে রংপুরে নিজ বাসায় ফেরেন ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মাদ আদনান। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুর ডিবি কার্যালয়ে নেয়া হয়। ফেরার সময় তার সঙ্গে কেউ ছিলনা বলেও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়। তবে তিনি কোথায় ছিলেন, কেমন ছিলেন বা কী কারণে ছিলেন এসব বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে সেরকম কোনও তথ্য দেয়া হয়নি।
এর আগে, গেল ১০ই জুন বিকেলে রংপুর থেকে ঢাকার উদ্যেশে একটি ভাড়া করা গাড়িতে দুই সফর সঙ্গীসহ রওনা হন আবু ত্ব-হা। ওই দিন রাত আড়াইটায় রাজধানীর গাবতলী থেকে সবশেষ তার স্ত্রী সাদিকুন্নাহারের সাথে কথা হয় আবু ত্ব-হা আদনানের। এরপর থেকে তাদের কোন খোঁজ না পেয়ে রংপুরের কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়।