বিশ্বজুড়ে
ইসরায়েলে দেড় শতাধিক রকেট হামলা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ফিল্ড কমান্ডার নিহত হওয়ার জেরে ইসরায়েলে দেড় শতাধিক রকেট হামলা চালিয়েছে এই জঙ্গিগোষ্ঠী।
মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরায়েল সরকারের পক্ষ থেকে এমনটা জানানো হয়। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের রকেট হামলার মুখে বোমা প্রতিরোধী ভবনে আশ্রয় নিয়েছে লাখো ইসরায়েলি। বন্ধ রাখা হয়েছে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান।
এরআগে, গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ঘাঁটি উদ্দেশ্য করে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি জনগণের ওপর হামলার পরিকল্পনা করায় এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে এই হামলা চালানোর কথা জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী।
ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ফিল্ড কমান্ডার বাহা আবু আল আত্তাসহ তিনজন নিহত হয়। আহত হয় অন্তত ৩০ ফিলিস্তিনি নাগরিক।