বিশ্বজুড়ে
ইসরাইলকে লক্ষ্য করে ইসলামিক জিহাদের রকেট হামলা
ঢাকা অর্থনীতি ডেস্ক: ইসরাইলকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছুঁড়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ।
সোমবার (১ জুলাই) রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, হামাসের মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ বলেছে, ইসরাইলি ইহুদি শত্রুরা আমাদের ফিলিস্তিনি জনগণের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাদের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়া হিসেবে গাজা সীমান্তের কাছে ইসরাইলি সম্প্রদায়ের দিকে রকেট ছোঁড়া হয়েছে।
রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। তারা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে ফিলিস্তিনের গোষ্ঠী অন্তত ২০টি রকেট ছুঁড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরাইল। নেতানিয়াহু বাহিনীর এমন ঘোষণার পর শহর ছেড়ে যেতে শুরু করেছেন স্থানীয়রা।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই এক বার্তায় খান ইউনিসের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তার স্বার্থে অবিলম্বে মানবিক অঞ্চলে সরে যেতে। তবে মানবিক অঞ্চল বলতে কোন জায়গাকে বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি তিনি।
ধারণা করা হচ্ছে ফিলিস্তিনিদের আল-মাওয়াসি এলাকায় যেতে বলা হচ্ছে। তবে সেই এলাকাতেও সম্প্রতি বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।
শহর ছেড়ে যাওয়ার নির্দেশের পর বসতভিটা ছাড়তে শুরু করেছেন খান ইউনিসের বাসিন্দারা। যে যেভাবে পারছেন নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করছেন। অনেকের আশঙ্কা, দ্রুতই শহরের পূর্বাঞ্চলে ব্যাপক মাত্রায় অভিযান শুরু করতে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা।
গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সবশেষ হিসাব অনুযায়ী, নয় মাস ধরে চলা যুদ্ধে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৩৭ হাজার ৯০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৮০ হাজারের বেশি। হতাহতের বেশির ভাগই নারী ও শিশু।