আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য
ইরান নিয়ে উদ্বেগ, তেলের মূল্য বৃদ্ধি
ঢাকা অর্থনীতি ডেস্ক: ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে উত্তেজনার কারণে সোমবার সকালে টোকিও’তে অশোধিত তেলের দাম অনেকটাই বেড়ে গেছে।
ডিসেম্বর মাসের আমদানির জন্য তেলের ভবিষ্যৎ মূল্য সাময়িকভাবে গত সপ্তাহের শেষ দিনের তুলনায় ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে কিলোলিটার প্রতি ৪০ হাজার ইয়েন বা তিনশ ৬৯ ডলারে উন্নীত হয়েছে।
অনেক বিনিয়োগকারী বাজারের কার্যক্রম শুরু হওয়ার পরপরই ক্রয় আদেশ দেন। তেহরান রবিবার বলেছে যে ২০১৫ সালে ইরান এবং বিশ্বের ছয়টি শক্তিধর দেশের সাথে সম্পাদিত চুক্তির নির্ধারিত সীমার চেয়ে ইউরেনিয়াম পরিশোধন পর্যায় বৃদ্ধি করবে।
বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হয়তো আরও বৃদ্ধি পাবে এবং তেলের উৎপাদনে কড়াকড়ি আরোপ করা হবে।