বিশ্বজুড়ে

ইরানে সৌদি হামলা চালানোর সম্ভবনা

ঢাকা অর্থনীতি ডেস্ক:  তেল স্থাপনায় হামলার প্রতিশোধ নিতে  সৌদি আরব ইরানে হামলা চালাতে পারে এমনটা ভাবছে অনেকেই।

তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যতীত কখনোই হামলা চালাতে যাবেনা সৌদি আরব এমনটা মনে করছেন মার্কিন ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট।

সাময়িকীটি মনে করছে, ইরানকে হামলার জন্য দোষী সাব্যস্ত করে কূটনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন করে আগ্রাসী ভূমিকা নিতে বাধ্য করবে সৌদি-মার্কিন জোট।

তবে এক্ষেত্রে সৌদি-মার্কিন জোট কোন সিদ্ধান্ত না নিলে বরং মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য করতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার দেশটির বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ অব্যাহত রাখবে ইরান। সেই হিসাব মাথায় নিলে ইরানের প্রধান লক্ষ্যবস্তু হবে মার্কিন পদক্ষেপগুলো, যাতে সৌদির কোনো নিয়ন্ত্রণ নেই।

অপরদিকে সৌদি যদি ইরানে হামলাও চালায় সেক্ষেত্রে নিজেদের তেল ক্ষেত্রগুলো মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মধ্যপ্রাচ্যের ইরানবিরোধী দেশগুলোর কোনো একটি যদি সৌদি তেল স্থাপনায় হামলার সামরিক জবাব দিতে শুরু করে, তবে সেই অভিযানের সামনেই নিজেদের রাখবে সৌদিরা। তবে আপাতত মিত্রদেশগুলোর সহযোগিতায় ইরানকে ব্যাপক অর্থনৈতিক চাপে রাখাই যথেষ্ট বলে মনে করছে রিয়াদ।

Related Articles

Leave a Reply

Close
Close