বিশ্বজুড়ে

ইরানে সংস্কারপন্থি প্রেসিডেন্টের সাথে সম্পর্ক জোরদারের ঘোষণা সৌদি যুবরাজের

ঢাকা অর্থনীতি ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই সঙ্গে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণাও দিয়েছেন তিনি। শনিবার ( ৬ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে উদ্ধৃত করে এসপিএ জানিয়েছে, ‘ইরানের সঙ্গে আমাদের দেশ ও জনগণের সম্পর্কের উন্নয়ন ও গভীরতা এবং আমাদের পারস্পারিক স্বার্থের প্রতি আমার আগ্রহ প্রকাশ করছি।’

শনিবার ( ৬ জুলাই) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ২০২৩ সালের মার্চ মাসে চীনের মধ্যস্ততায় ইরান এবং সৌদি আরব বছরের পর বছর ধরে চলা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার পরে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি চুক্তিতে সই করে।

তারপর থেকে, উভয় পক্ষের কর্মকর্তারা সম্পর্ক জোরদার করার জন্য আলোচনা চালিয়ে যান।

গত শুক্রবার (২৮ জুন) ইরানে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম থাকায় এবং কোন প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়।

নিয়ম অনুযায়ী শুক্রবার (৫ জুলাই) দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দফার ভোটে ৫৩ দশমকি ৩ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হন পেজেশকিয়ান।

Related Articles

Leave a Reply

Close
Close