বিশ্বজুড়ে
ইরানের উপর চাপ বাড়তে সৌদি মন্ত্রীর আহবান
ঢাকা অর্থনীতি ডেস্ক: ২০১৫ সালে বেশ কয়েকটি বিশ্ব শক্তির সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি মেনে চলার জন্য তেহরানের উপর চাপ প্রয়োগ করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী।
গতকাল সোমবার (১ জুলাই) এনএইচকে’কে দেয়া এক সাক্ষাতকারে আদেল আল-জুবেইর এই আহ্বান জানান। উল্লেখ্য, গত সপ্তাহান্তে ওসাকায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষ বৈঠকে তিনি অংশগ্রহণ করেন।
পরমাণু চুক্তিতে উল্লেখিত কিছু প্রতিশ্রুতি মেনে না চলার জন্য নেয়া ইরানি সিদ্ধান্তের কথা উল্লেখ করে জুবেইর বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে ঐ চুক্তি মেনে চলতে ইরানকে বাধ্য করার জন্য দেশটির উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা।