বিশ্বজুড়ে
ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে ৯০’র অধিক নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ৯০ এর অধিক ব্যক্তি নিহত হওয়া সরকার বিরোধী এক বিক্ষোভের কারণে বাগদাদ শহরের উপর জারি করা কারফিউ আদেশ গতকাল প্রত্যাহার করে নিয়েছে ইরাকি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর অধিবাসীরা বেকারত্ব এবং অপ্রতুল সরকারি সেবার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। বসরা এবং নাজাফ’সহ দেশের দক্ষিণের অনেকগুলো শহরেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে গত পাঁচ দিনে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ৯৩ ব্যক্তি নিহত এবং প্রায় ৪ হাজার ব্যক্তি আহত হয়েছেন।
প্রায় এক বছর আগে প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি নিজ পদে আসীন হবার পর এটিই সর্ববৃহৎ বিক্ষোভের ঘটনা। দরিদ্র লোকজনকে সহায়তা প্রদান কার্যক্রম চালুর মধ্যে দিয়ে আব্দুল-মাহদি পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর বিক্ষোভকারীদের সমর্থন করেন এবং আব্দুল-মাহদিকে পদত্যাগের আহ্বান তিনি জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতি একটি দুর্বল রাজনৈতিক ভিত্তি থাকা সরকারের উপর চাপ সৃষ্টি করে চলেছে।
/আরকে