দেশজুড়েপ্রধান শিরোনাম

‘ইভিএমে ১৫০ আসনে ভোট করার সিদ্ধান্ত’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সর্বোচ্চ ১৫০ আসনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ষষ্ঠতম কমিশন বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি জানান, এখন ইসির কাছে ১ লাখ ৫০ হাজার ইভিএম আছে। তা দিয়ে ৭৫টি আসনে ভোট করা যাবে। ১৫০ আসনে ইভিএমে ভোট করতে হলে আরও ইভিএম কেনা লাগবে।

এ সময় তিনি গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন ও ৬১টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close