দেশজুড়ে
ইভিএমে ভোট দেবার পদ্ধতি
ঢাকা অর্থনীতি ডেস্ক: ভোট কেন্দ্রের নির্ধারিত কক্ষে প্রিজাইডিং অফিসার জাতীয় পরিচয়পত্র-এনআইডি বা স্মার্টকার্ড অথবা এগুলোর নম্বর, নয়তো আঙুলের ছাপ, এগুলোর যে কোন একটি যাচাই করে ভোটার সম্পর্কে নিশ্চিত হবেন।
এসময়, ভোটারের ছবি ও তথ্যাবলী একটি মনিটরে প্রদর্শিত হবে, যাতে সকল প্রার্থীর এজেন্টরা দেখতে পারেন। এরপর, গোপন কক্ষে থাকা ইভিএম মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে সচল হবে।
যতগুলো পদের জন্য ভোট দিতে হবে, কক্ষের ভেতরে ঠিক ততগুলো ডিজিটাল ব্যালট ইউনিট রাখা থাকবে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে তার প্রতীকের পাশের সাদা বোতামে চাপ দিলে বাতি জ্বলে উঠবে।
ভোট নিশ্চিত করতে সবুজ বোতামে চাপ দেয়ার পর, ভোট দেওয়া প্রতীক ছাড়া বাকি সব প্রতীক অদৃশ্য হয়ে যাবে। এতে নিশ্চিত হওয়া যাবে যে, ভোট হয়েছে। কোন কারণে ভুল প্রতীকের পাশের বোতামে চাপ পড়লে, লাল বোতামে চাপ দিতে হবে। ফলে, ভুল সংশোধিত হবে ও নতুন করে একই পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ থাকবে।
অতীতে কয়েকটি সিটি করপোরেশন বিভিন্ন উপ নির্বাচন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আংশিকভাবে ইভিএমের ব্যবহার হয়েছে।
/এএস