দেশজুড়ে

ইবি অধ্যাপক সাইদুরের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত ছাত্র-উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মেহের আলী।

এছাড়াও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, ফলিত রসায়ন ও কোমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান, গণিত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী শহীদ মো. তারেকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনা জনিত মারাত্মক ফুসফুসের জটিলতা নিয়ে মারা যান প্রফেসর ড. সাইদুর রহমান। গত ২৫ ফেব্রুয়ারি ভোরে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close