জীবন-যাপন

ইফতারে সুস্বাদু আমের পায়েস করবেন যেভাবে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইফতারে একইসঙ্গে মিষ্টি, ঠান্ডা ও পুষ্টিকর কিছু খেতে চান? তাহলে তৈরি করতে পারেন মজাদার আমের পায়েস। এটি তৈরি করা খুব সহজ। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ :
দুধ ১ লিটার
পোলাওর চাল ১/৪ কাপ
পাকা আম (ব্লেন্ড করা) ২ কাপ
ঘি ১ চা চামচ, চিনি আধা কাপ
জাফরান সামান্য
এলাচ ২-৩টি
পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ
কিশমিশ ৬-৭টি
গোলাপ পানি আধা চা চামচ।

প্রণালি :
প্রথমে চাল ধুয়ে একটি পাত্রে পানির মধ্যে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে চালগুলো ভালো করে ব্লেন্ড করে নিন।

এবার একটি প্যানে ঘি দিন। ঘি গরম হয়ে এলে তাতে দুধ দিয়ে নাড়তে থাকুন। দুধ ফুটতে শুরু করলে ব্লেন্ড করা চালের গুঁড়ো ও জাফরান দিয়ে আবার নাড়তে থাকুন। ঘন হয়ে এলে চিনি ও সামান্য গোলাপজল দিন। কিছুক্ষণ রান্না করুন। এবার এতে ব্লেন্ড করা আম দিয়ে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন।

একটু ঠান্ডা হয়ে এলে পেস্তা বাদাম কুচি ও কিশমিশ দিয়ে গার্নিশ করে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। আধ ঘণ্টা পর নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু আমের পায়েস।

 

 

 

Related Articles

Leave a Reply

Close
Close