খেলাধুলা
ইপিএল ক্লাব লিভারপুলের নতুন ফুটবলার কেনাকাটা শুরু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ জানুয়ারি উইন্ডো খোলার আগেই নতুন ফুটবলার কেনাকাটা শুরু করে দিয়েছে ইপিএল ক্লাব লিভারপুল। অস্ট্রিয়ান সলজবুর্গ থেকে তারা বাগিয়ে নিয়েছে জাপানি মিডফিল্ডার তাকুমি মিনামিনো’কে।
খবরটি নিশ্চিত করেছে লিভারপুল কর্তৃপক্ষ। যদিও ট্রান্সফার ফি কত হবে তা বলতে নারাজ রেড ডেভিলরা। তবে, ইংলিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন মিনামিনোর রিলিজ ক্লজ মেনেই তাকে দলে ভিড়িয়েছে ইয়ুর্গেন ক্লপ বাহিনী। অর্থমূল্যে যার পরিমাণ ৭ দশমিক ২৫ মিলিয়ন পাউন্ড। জানুয়ারির এক তারিখ থেকে লিভারপুলে যোগ দেয়ার কথা রয়েছে তাকুমি মিনামিনোর। জাপান জাতীয় দলের হয়ে ২২ ম্যাচে ১১ গোল করেছেন মিনামিনো। এদিকে লিভারপুলে যোগ দেয়ার সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিনামিনো।
তিনি বলেন, লিভারপুলে খেলা আমার স্বপ্ন ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগগুলোর একটি। এখানে খেলা যে কোনো ফুটবলারের আজন্ম স্বপ্ন। আমিও তার বাইরে ছিলাম না। লিভারপুল কর্তৃপক্ষকে ধন্যবাদ। তারা আমার স্বপ্ন পূরণ করেছে। সমর্থকদেরও ধন্যবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আমাকে উৎসাহিত করেছে। আমি আশা করি লিভারপুলকে আরও অনেক শিরোপা জেতাতে সাহায্য করতে পারব।
/এএস