বিনোদন

ইনস্টাগ্রামে মেয়ের ছবি প্রকাশ করল পিয়া বিপাশা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কিছুদিন আগে প্রেমিকের সঙ্গে দেশের বাইরে বাগদান সেরেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। তবে কার সঙ্গে বাগদান সেসব নিয়ে তেমন কিছুই জানাননি তিনি।

চলতি বছরের ২১ জুলাই বাংলাদেশে তাদের আংটি বদল হয়েছে। শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এর আগেও পিয়া বিপাশা বিয়ে করেছিলেন। তবে সে সংসার টেকেনি। তার একমাত্র মেয়ে সোবহা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) গ্রেড টুতে পড়ে।

তবে সম্প্রতি মেয়ের ছবি প্রকাশ করলেন এই মডেল ও অভিনেত্রী। মেয়েকে আদর দিয়ে ছবিটি তিনি তার ইনস্টাগ্রামে পোষ্ট করেন। তবে শুধু নিজের সঙ্গেই নন, তার হবু বর ও তার মেয়ের ছবিও একসঙ্গে পোষ্ট করেছেন।

ইউরোপেই থিতু হচ্ছেন তিনি। গত ২১ অক্টোবর ইংল্যান্ড হয়ে দেশে ফিরেছেন পিয়া। তার হবু বর ওমারের পরিবার থাকে সেখানেই।

উল্লেখ্য, ২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবির সুবাদে বড় পর্দায় তার অভিষেক হয়। এর পর তিনি ‘মনের রাজা’, ‘এত প্রেম এত মায়া’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনে কাজ করছেন পিয়া বিপাশা।

Related Articles

Leave a Reply

Close
Close