বিনোদন

ইনস্টাগ্রামে এক পোস্টে তারকাদের আয় কত কোটি!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে একটি প্রচারণামূলক পোস্ট দিয়ে কাইলি জেনার কত কোটি টাকা আয় করে জানেন? শুনলে চমকে উঠবেন!

সম্প্রতি হুপারএইচকিউ ডটকম প্রকাশ করেছে ২০১৯ সালের ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয় করা ব্যক্তিদের তালিকা, যেখানে বিভিন্ন অঙ্গনের তারকাদের আয়ের তালিকা দেওয়া হয়। ইনস্টাগ্রামে একটি প্রচারণামূলক পোস্ট থেকে কত টাকা আয় করেন সেলেবরা, তা প্রতিবছর প্রকাশ করা হয়।

এবারের তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন টিভিব্যক্তিত্ব, মডেল ও ব্যবসায়ী কাইলি জেনার। একটি প্রচারণামূলক ইনস্টাগ্রাম পোস্ট থেকে তিনি পান ১২ লাখ ৬৬ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১০ কোটি ৬৩ লাখ টাকার বেশি (এক মার্কিন ডলার সমান ৮৪ টাকা হিসাবে)। এ তারকার অনুসরণকারীর সংখ্যা ১৩ কোটি ৯২ লাখ ২৬ হাজার ৬৭৭।

তালিকার দুই নম্বরে রয়েছেন মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডে, যিনি এক পোস্টে পান ৯ লাখ ৯৬ হাজার মার্কিন ডলার। তালিকায় তৃতীয় অবস্থানে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, একটি ইনস্টা পোস্ট থেকে তাঁর আয় ৯ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার।

শীর্ষ ১০০ জনের তালিকায় রয়েছেন মার্কিন টিভিব্যক্তিত্ব, মডেল-অভিনেত্রী কিম কারদাশিয়ান, সংগীতশিল্পী সেলেনা গোমেজ, টেইলর সুইফট, নিকি মিনাজ, জাস্টিন বিবার, ডেমি লোভাতো, ফুটবল তারকা নেইমার, লিওনেল মেসি।

চলতি বছরের তালিকায় ১৯ নম্বরে রয়েছেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একটি প্রচারণামূলক ইনস্টাগ্রাম পোস্ট থেকে তাঁর আয় দুই লাখ ৭১ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই কোটি ২৮ লাখ টাকা (এক মার্কিন ডলার সমান ৮৪ টাকা হিসাবে)। প্রিয়াঙ্কার অনুসরণকারীর সংখ্যা বলা হয়েছে চার কোটি ৩০ লাখ ৩৮ হাজার ৩৪৩।

তালিকার ২৩ নম্বরে রয়েছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি, একটি প্রচারণামূলক ইনস্টাগ্রাম পোস্ট থেকে তাঁর আয় এক লাখ ৯৬ হাজার মার্কিন ডলার।

Related Articles

Leave a Reply

Close
Close