খেলাধুলা
ইনজুরি কারণে অ্যাশেজ খেলা হচ্ছে না জেমি অ্যান্ডারসনের
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইনজুরি কারণে অ্যাশেজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের ফার্স্ট বোলার জেমি অ্যান্ডারসন। আগামী ৪সেপ্টেম্বর থেকে শুরু হবে অ্যাশেজের চতুর্থ টেস্ট। ওল্ড ট্রাফোর্ডে এই টেস্ট শুরু হবে। এরইমধ্যে দুঃসংবাদ পেল ইংল্যান্ড। সেই সাথে আর অ্যাশেজ সিরিজ আর খেলা হচ্ছে না ইংলিশ ফার্স্ট বোলার অ্যান্ডারসনের।
এদিকে অ্যাশেজ সিরিজে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এক ম্যাচ করে জয় পেয়েছে। সিরিজের প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জয় পায় অজিরা। দ্বিতীয় ম্যাচে লর্ডসে অনুষ্ঠিত হয়। ওই ম্যাচটি ড্র হয়। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছে ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস।
ওল্ড ট্রাফোর্ড টেস্টের ইংল্যান্ডের সম্ভাব্য স্কোয়ার্ড:
জো রুট (অধিনায়ক) জোফরা আর্চার, জনি বোয়ারেস্ট, স্টুয়ার্ড ব্রড, রবি বার্নস, জস বাটলার, জো ডেনলি, জ্যাক লিচ, ক্রেইগ ওভারটন, জেসন রয়, বেন স্টোকস ও ক্রিস ওকস