দেশজুড়েপ্রধান শিরোনামব্যাংক-বীমা

ইদুল ফিতরে আসছে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আসন্ন ইদুল ফিতর উপলক্ষে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট রয়েছে।

বৃহস্পতিবার(৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতি বছরই ইদের আগে বাজারে নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

তিনি বলেন, বিশেষ করে ইদে কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা দেয়ার সময় নতুন নোটের বেশ চাহিদা থাকে। এসব চাহিদার কথা বিবেচনা করেই বাংলাদেশ ব্যাংক এবার ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ছে।

মো. সিরাজুল ইসলাম বলেন, গত বছরও ইদের সময় ২২ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছিল। এবার তা থেকে তিন হাজার কোটি টাকা বেশি ছাড়া হবে। কারণ প্রতি বছর তার আগের বছরের তুলনায় নতুন নোট ছাড়ার পরিমাণ বাড়ানো হয়।

এদিকে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, বিশেষ চাহিদা থাকলে বাজারে আরো কয়েক হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হতে পারে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close