বিশ্বজুড়ে

ইতালিতে শিশুদের করোনা টিকা দেয়ার ঘোষণা

ঢাকা অর্থনীতি ডেস্ক: ইতালিতে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে রোমে খোলা স্থানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছে দেশটির সরকার।

এদিকে, ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারবে শিশুরা। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিরা। চলতি বছরের এপ্রিলের পর গেল একদিনে করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে ইতালিতে।

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন আতঙ্কের মধ্যেই স্থানীয় সময় বৃহস্পতিবার প্রায় ১৭ হাজার আক্রান্ত হয়েছে দেশটিতে। এ অবস্থায় রোম সিটি কর্পোরেশন শনিবার থেকে খোলা স্থানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছে।

ইতালিতে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকেই সতর্কতা অবস্থানে সরকার। আফ্রিকা ফেরত ১৩০ জন যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close