প্রধান শিরোনামবিশ্বজুড়ে
ইতালিতে পাসপোর্ট সমস্যায় ১০ হাজার বাংলাদেশী
ঢাকা অর্থনীতি ডেস্ক: ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বলেছেন, প্রায় ১০ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশির ভাগ্য চূড়ান্তভাবে অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের সঠিক কাগজপত্রের অভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন না তারা।
রোমের দূতাবাসের কনফারেন্স রুমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা নিয়ে মতবিনিময় সভায় এ কথা জানান।
যারা পাসপোর্ট নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন, এমন সব প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়ে সরাসরি তাদের সমস্যার কথা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত থাকা বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল হক বলেন: পাসপোর্ট জন্য আবেদনকারীকে অবশ্যই প্রমাণ করতে হবে তিনি একজন বাংলাদেশি। যদিও পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্টস হারিয়েও যায় তাতে কোন সমস্যা নেই।
‘‘পাসপোর্টের জন্য আবেদনকারী যদি তার নাম ও জন্ম তারিখ সঠিকভাবে বলতে পারে, সেটি যদি আমরা অনলাইনেই খুঁজে পাই তবেই তিনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সঠিক কাগজপত্র ছাড়া কেউ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না।’’
যাদের মূল বয়স থেকে ৫ বছর পর্যন্ত কমানো হয়েছে তারা অবশ্যই পাসপোর্টগুলো পাবেন। তবে এই সমস্ত পাসপোর্টের কাজ চলছে।
মতবিনিময় সভায় রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, ব্যবসায়িক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসী নেতৃবৃন্দরা বলেন, এবার অনেক প্রবাসী তাদের পাসপোর্ট সমস্যার সমাধান পেয়ে যাবেন। এছাড়াও প্রচার মাধ্যমগুলোকে আহবান জানান সঠিক সংবাদ প্রচারের জন্য।
/আরএম