ভ্রমন
ইতালিতে ঘুরে দাঁড়াচ্ছে পর্যটনশিল্প
ঢাকা অর্থনীতি ডেস্ক: ইতালিতে ঘুরে দাঁড়াচ্ছে পর্যটনশিল্প। দেশজুড়ে করোনা সংক্রমণের হার কমে আসায় এখন আলোর মুখ দেখছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। এতে সচল হতে শুরু করেছে দেশটির অর্থনীতির চাকাও।
ইতালিতে প্রায় ২ লাখ ২০ হাজার প্রবাসী বসবাস করেন। অনেকেই কাজের ফাঁকে দলবেঁধে ভ্রমণ করেন দেশটির বিভিন্ন দর্শনীয় স্থানে। প্রবাসে কর্মব্যস্ত জীবনে একটু বৈচিত্র্যের ছোঁয়া আনতেই তাদের এ উদ্যোগ। দিন দিন ভ্রমণপিপাসু মানুষের সংখ্যা বেড়েই চলেছে। আর এতেই ঘুরে দাঁড়াচ্ছে দেশটির পর্যটনশিল্প।
করোনা মহামারির প্রকোপে লন্ডভন্ড গোটা বিশ্ব যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখনই ইতালিতে খুলতে শুরু করেছে পর্যটনশিল্পের দ্বার। অনেকেই নিজস্ব অর্থায়নে ট্রাভেল এজেন্সি গড়ে তোলাসহ ব্যবস্থা করছেন ডে ট্যুরেরও। আর এতে ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।
উন্নত বিশ্বের নাগরিকদের ব্যস্ত জীবনকে রঙিন করে তুলতে ভ্রমণ হয়ে উঠেছে প্রাত্যহিক জীবনের অংশ। দেশটিতে বসবাসরত প্রবাসীদের জন্য অনেক ব্যবসায়ীই নিজ উদ্যোগে গড়ে তুলছেন ট্রাভেল এজেন্সি ও ইভেন্ট ফার্ম।
করোনা মহামারির কারণে অন্য দেশের মতো ক্ষতির মুখে পড়েছিল ভেনিসের পর্যটনখাত। তবে করোনার ভয়াবহতা কমে যাওয়ায় বিধিনিষেধ তুলে নেয়ায় আবারও জমজমাট দেশটির পর্যটনখাত। এতে আগের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেয়া সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
পৌনে চার বর্গকিলোমিটারেরও কম আয়তনের ভাসমান শহরটির সৌন্দর্য দেখতে বিভিন্ন দেশ থেকে প্রতিবছর ভিড় করেন প্রায় সাড়ে ৩ কোটি পর্যটক। সাগর জলে গ্রীষ্মের দাবদাহ থেকে পর্যটকরা সহজে নিজেকে রক্ষা করতে পারেন বলেই দিন দিন আরও বেশি আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হচ্ছে ভেনিস।