বিশ্বজুড়ে

ইতালিতে কারফিউ জারির সিদ্ধান্ত

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনা সংক্রমণ বাড়তে থাকায় বড়দিনের আগে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

এরই মধ্যে ইতালিতে নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৬০ জন ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে ফের লোকসানের আশঙ্কায় প্রবাসী ব্যবসায়ীরা।

গত মার্চের পর ইতালিতে প্রথমবারের মতো ইতালিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজারের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। সবশেষ একদিনে মারা গেছেন ১৩৭ জন। সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় ফের কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন।

ওমিক্রন রোধে আগে থেকেই বাড়তি প্রস্তুতি নিতে শুরু করেছে ইতালি। করোনা মহামারির প্রথম ঢেউয়ের চরম আঘাত থেকে শিক্ষা নিয়ে এবার তারা আগেভাগেই কড়াকড়ি আরোপ করতে চলেছে দেশটি।

বড়দিনের আগে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ বাড়তে থাকলে ফের লকডাউনের আভাস দিয়েছে ইতালি সরকার।

করোনার নতুন ধনর ওমিক্রনের বিস্তার এবং করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ না হলে আগামী জানুয়ারী থেকে আবারো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজধানী রোমে মাস্ক পরা বাধ্যতামূলক হতে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close