ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় লকডাউনের বিধিনিষেধ আবারও বাড়িয়েছে ইতালি। সংক্রমণের হার বেশি হওয়ায় দেশটির বেশি কিছু অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
করোনা সংক্রমণের হারের ওপর ভিত্তি করে তিনস্তরের লকডাউন পদ্ধতি চালু করেছে ইতালি। এর মধ্যে রেড জোনে সংক্রমণ বেশি থাকায় বিধিনিষেধ সবচেয়ে বেশি। কমলা বা অরেঞ্জ জোনে ঝুঁকি মধ্য মানের এবং হলুদ রং বা ইয়েলো জোনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম। রেড জোন এলাকাগুলো স্বয়ক্রিয়ভাবেই আংশিক লকডাউন হয়ে যায়। সেখানে মুদি দোকান, ফার্মেসির মতো অতিজরুরি ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া বাকি সব বন্ধ করে দেয়া হয়।
ইতালির ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক জিয়ানি রেজা জানান, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়াায় কঠোর বিধিনিষেধ ফিরিয়ে আনতে হয়েছে।
শুক্রবারের(১৩ নভেম্বর) দেওয়া তথ্য অনুযায়ী ইতালিতে একদিনে ৪০ হাজার ৯০২ জন করোনা আক্রান্ত হয় যা আগের সব রেকর্ড ভঙ্গ করে।দেশটিতে মারা গেছে প্রায় ৪৪ হাজার মানুষ।
ইতালিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে করোনায় আক্রান্তের হার ৬৫০ জনে পৌঁছে গেছে।
/আরএম