দেশজুড়েপ্রধান শিরোনাম
ইউপি নির্বাচনে তিন বিভাগে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
ঢাকা অর্থনীতি ডেস্ক: ১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেশের তিন বিভাগে প্রশাসন ক্যাডারের ৪০ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে ১৫, চট্টগ্রাম বিভাগে ১০ ও বরিশাল বিভাগে ১৫ জন ম্যাজিস্ট্রেট রয়েছেন।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮’-এর ১০ (৫) ধারা অনুযায়ী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর ৫ ধারা অনুযায়ী তফসিলভুক্ত আইনের আওতায় তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হলো।
আদেশে বলা হয়, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১০ নভেম্বর সকালে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কাছে রিপোর্ট করতে হবে। বিভাগীয় কমিশনার প্রয়োজনীয়তার নিরিখে দায়িত্ব বণ্টন করবেন।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন দেশের তিন বিভাগের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ হবে।
এর আগে প্রথম ধাপে ৩৬৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপের ইউপি নির্বাচন আগামী ২৮ নভেম্বর।