বিশ্বজুড়ে
ইউক্রেন যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া
ঢাকা অর্থনীতি ডেস্ক: মস্কো কখনো যুদ্ধে জড়াতে চায়নি এবং ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতও শেষ করতে চায় তারা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে, যুদ্ধবিরতি ও মানবিক সংকট সমাধানে বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আন্তালিয়া শহরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন লাভরভ। কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে মস্কো আলোচনার জন্যও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর লাভরভ বলেছিলেন, চলমান সংকট সমাধানের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনার প্রয়োজন হতে পারে। রুশ প্রেসিডেন্ট এ ধরনের আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে এর জন্য কিছু ‘প্রস্তুতির’ প্রয়োজন হবে।
লাভরভ বলেন, আমরা আজ নিশ্চিত করেছি যে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রত্যাখ্যান করেননি প্রেসিডেন্ট পুতিন। আমি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবারকে মনে করিয়ে দিয়েছি যে সংকট সমাধানের জন্য সব সময় প্রস্তুত রাশিয়া। কিন্তু শুধু বৈঠকের জন্য বৈঠক করে কোনো লাভ নেই।
পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্ভবত কোনো এক পর্যায়ে গিয়ে এ ধরনের আলোচনার প্রয়োজনীয়তা দেখা দেবে। তবে এটি হওয়ার জন্য প্রস্তুতিমূলক নানা কাজ করা উচিত।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে মস্কো এবং কিয়েভের প্রতিনিধি দল ইতিমধ্যেই তিন দফা আলোচনা করেছে। কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সমঝোতায় আসতে পারেননি তারা।
লাভরভ বলেছেন, ইউক্রেন আমাদের অত্যন্ত সুনির্দিষ্ট প্রস্তাবগুলো শুনেছে এবং তারা এর নির্দিষ্ট উত্তর দেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। আমরা সেই উত্তরের অপেক্ষায় রয়েছি।
/এএস