বিশ্বজুড়ে

ইউক্রেনে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলায় নিহত অন্তত ১৮

ঢাকা অর্থনীতি ডেস্ক: গত দুই বছর ধরে চলা যুদ্ধে সবচেয়ে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২৯ নভেম্বর) দেশটির রাজধানী কিয়েভসহ বেশকয়েকটি এলাকায় একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এদিন ইউক্রেনে ১২২টি মিসাইল ও ৩৬টি ড্রোন ছুঁড়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ ছাড়াও বন্দর নগরী ওডেসা, খারকিভ, নিপ্রো ও জাপোরিঝিয়ায় হামলা চালানো হয়। এ হামলায় এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরও ৭৫ জন। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

কর্তৃপক্ষ জানায়, এদিন ওডেসায় রুশ হামলয় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। দুই শিশুসহ আহত হয়েছে আরও ১৫ জন। এদিকে নিপ্রোতে চারজন, জাপোরিঝিয়ায় একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া কিয়েভেও বেশকয়েকজন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close