বিশ্বজুড়ে

ইইউতে ১১ লাখ ৪০ হাজার আশ্রয় আবেদন

ঢাকা অর্থনীতি ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে ২০১৫-১৬ সালের শরণার্থী সংকটের পর আশ্রয় আবেদনের সর্বোচ্চ রেকর্ড হয়েছে ২০২৩ সালে। গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) শরণার্থীবিষয়ক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে নতুন এই রেকর্ডের তথ্য উঠে এসেছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে জানানো হয়, গত বছর ২০২৩ সালে ইউরোপীয় ব্লকে বিশ্বের বিভিন্ন দেশের ১১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এই পরিসংখ্যানে ইউরোপের দোরগোড়ায় জেঁকে বসা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে ‘ইইউ’র ওপর তৈরি হওয়া ক্রমবর্ধমান চাপ এবং জাতীয়তাবাদী রাজনীতির হুমকিও প্রতিফলিত হয়েছে।

এতে দেখা গেছে, ইউরোপের দেশগুলোর মধ্যে আশ্রয়ের জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে জার্মানির জন্য। আবেদনে সবার শীর্ষে আছেন সিরীয় নাগরিকরা। এরপরই এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আরেক দেশ আফগানিস্তান। হামাস-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ইউরোপে আশ্রয়ের জন্য ফিলিস্তিনিদের আবেদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয়।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close