দেশজুড়ে

ইংরেজি সাইনবোর্ডে মুক্তিযোদ্ধার লাল কালি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রামে সাইনবোর্ডে লেখা ইংরেজি শব্দ লাল রঙ ও কালি দিয়ে মুছে দিয়েছেন মুক্তিযোদ্ধারা। শনিবার(১৯ ডিসেম্বর) নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার জুবিলি রোডে এই কর্মসূচী পালন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

এসময় মুক্তিযোদ্ধারা নিউমার্কেট এলাকার বাটা, বার্জার পেইন্ট, বিভিন্ন মোবাইল ফোনের শোরুমে, জলসা মার্কেটের বাটা শো রুমের ইংরেজি সাইনবোর্ড কালি লাগিয়ে দেন। একইসাথে অনুরোধ জানান আগামী জানুয়ারির মাঝেই এসব সাইনবোর্ডে ইংরেজির পরিবর্তে বাংলা লেখার। নইলে এসব সাইনবোর্ড গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এ বিষয়ে ডা. মাহফুজুর রহমান বলেন, বাংলা সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক। এটি বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। যতদিন বাংলার পরিবর্তে, বাংলাকে অবহেলা করে, অহেতুক ইংরেজি লেখা সাইনবোর্ড থাকবে ততদিন আমরা কালি লাগাব।

ব্যতিক্রমী এই কর্মসূচীতে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা আ জ ম সাদেক, সাধন চন্দ্র বিশ্বাস প্রমূখ।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close