দেশজুড়েপ্রধান শিরোনাম

আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবু ছায়েদ ভূইয়া রিপনকে (৪৭) কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা।

হত্যাকান্ডের শিকার হওয়া রিপন লাল-সবুজ পরিবহণের বাস কাউন্টারের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি তালুয়া চাঁদপুর গ্রামের প্রয়াত রফিক উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে বাস কাউন্টার থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে যায়। সকালে বাড়ির পাশে বাদি গাছতলা নামক স্থানে সড়কের ওপর লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আবু ছায়েদ ভূইয়া রিপন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Close
Close