দেশজুড়ে

‘কাজের সঙ্গে সম্পৃক্ত না হলেও’ ২১ কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কাজের সাথে কোনো সম্পৃক্ততা না থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ২১ কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণ নেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা ও উপ-সহকারী পরিচালক বিলকিস আক্তারের সমন্বয়ে একটি দল স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অভিযানে গিয়ে এ তথ্য উদঘাটন করে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

‘স্বজনপ্রীতি ও অনিয়মের’ মাধ্যমে বিদেশে প্রশিক্ষণে মনোনয়ন দেওয়ার বিষয়ে দুদকের হটলাইনে অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়।

প্রনব জানান, ২০১৮-১৯ অর্থবছরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদমর্যাদার ২১ জনকে এপিএ, এনআইএস, ইনোভেশনসহ অন্যান্য বিষয়ের বৈদেশিক প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।

“যাদের প্রশিক্ষণের বিষয়ের সাথে কর্মধারার ন্যূনতম সম্পৃক্ততা নেই।”

এছাড়াও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট, এমসিআরএএইচ ইউনিট এবং সিসিএসডিপি ইউনিট থেকে প্রশিক্ষণার্থী মনোনয়নে অনিয়মের অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা।

তিনি বলেন, “অভিযান দল প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে। নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত চেয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।”

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close