বিনোদন

আড়াই বছর ভারত যাওয়ার অনুমতি পাননি ফেরদৌস

ঢাকা অর্থনীতি ডেস্ক: ৯০ দশক থেকে নিয়মিত কাজ করছেন বড় পর্দায়। কাজের প্রয়োজনে প্রায়ই যাওয়া হয় পশ্চিমবঙ্গেও। দেশের পাশাপাশি ভারতেও বেশ জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

তবে গত আড়াই বছর ভারত যাওয়ার অনুমতি পাননি ফেরদৌস। ২০১৯ সালে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি। আইন ভঙ্গ করায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফেরদৌসের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ভারত।

জানা গেছে, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভারত যাচ্ছেন এ অভিনেতা। ২৩ ফেব্রুয়ারি আগরতলায় অনুষ্ঠিতব্য একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করবেন তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ভারত আমার দ্বিতীয় বাড়ি। নিষেধাজ্ঞা কাটিয়ে এই প্রথম সফরে যাচ্ছি। অনুভূতিটা বলে বোঝাতে পারব না।

উল্লেখ্য, নিষেধাজ্ঞার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করতে পারেননি ফেরদৌস। ঐতিহাসিক সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে নেওয়া হয়েছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় সরে দাঁড়াতে হয়েছিল তাকে।

Related Articles

Leave a Reply

Close
Close