দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা
ঢাকা অর্থনীতি ডেস্ক: সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় দায়ী বাস চালককে গ্রেফতারসহ ক্ষতিপূরন, দ্রুত আসামী গ্রেফতার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে চলমান অবরোধ তুলে নিয়েছে নিহতের সহপাঠীরা।
সোমবার সকালে নার্সিং ছাত্র সমাজের ব্যানারে ক্লাস ও পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মত বিক্ষোভে নামে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। পরে দুপুরে মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলায় অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় ৩ ঘন্টা পর বেলা ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা দ্রুততম সময়ে ঘাতক চালক ও সহযোগীকে গ্রেফতার, নিহতের পরিবারকে ক্ষতিপুরন প্রদানের দাবি তুলে আজ অবরোধ কর্মসুচি পালন করেন। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতে সড়ক পরিবহন আইনের কঠোর প্রয়োগে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
অবরোধের সংবাদে উপজেলা নির্বাহি কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। পরে আসামীদের দ্রুত গ্রেফতার ও ক্ষতিপূরন প্রদানের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
গত শনিবার বন্ধুদের সাথে বাইসাইকেলে করে সাভার সিআরপিতে ফেরার পথে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে একটি যাত্রীবাহী বাস চাপায় নিহত হন প্রত্যয় সরকার। ওই বাসটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও হেলপার।
নিহত প্রত্যয় সরকার মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে এবং সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।