দেশজুড়ে

আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে ৪ পুুলিশ সদস্য আহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নোয়াখালী জেলা কারাগার থেকে আসামি নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে মাইক্রোবাসে এয়ার সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর বেগমঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় এ ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন: কনস্টেবল রাকেশ, বেসান্ত, আনাস ও এসআই বোরহান।

তাদেরকে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় মাইক্রোবাসে থাকা চার আসামিকে বেগমগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে জেলা কারাগার থেকে চারজন আসামিকে নিয়ে পাঁর পুলিশের একটি দল মাইক্রোবাসযোগে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। বেগমঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় মাইক্রোবাসটির এয়ার সিলিন্ডারে আগুন ধরে যায়।

এসময় আগুনে পুলিশ সদস্য রাকেশ ও বেসান্ত এর শরীরের কিছু অংশ ঝলসে যায়। এছাড়া এসআই বোরহান ও কনেস্টবল আনাস আহত হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থরে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

এসময় মাইক্রোবাসে থাকা আসামিদের বেগমগঞ্জ থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। মাইক্রোবাসে থাকা চার আসামি এবং অপর দুই পুলিশ সদস্য অক্ষত রয়েছেন বলে জানান পুলিশ সুপার।

/ আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close