স্থানীয় সংবাদ
আসামি ধরতে গিয়ে খালে ডুবে পুলিশের মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পালিয়ে যাওয়া আসামিকে ধরতে গিয়ে খালে পড়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাটিকুমরুলে এ ঘটনা ঘটে।
মৃত উপপরিদর্শক রেজাউল করিমের বাড়ি নওগাঁ জেলার পত্নিতলায়।
বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, গত ৩ জুলাই রাতে রায়গঞ্জ উপজেলার একটি বাড়িতে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যান আসামি নাজমুল ইসলাম ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে সোমবার সকালে হাটিকুমরুল এলাকা থেকে মূল আসামি নাজমুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে আসামি নাজমুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে মালামাল উদ্ধার করা হয়। এরপর ফিরে যাওয়ার সময় হাটিকুমরুলে পুলিশের গাড়ি থেকে খালে লাফিয়ে পালিয়ে যান আসামি। সেটা দেখে তাৎক্ষণিক দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক রেজাউল করিমও পালিয়ে যাওয়া আসামি নাজমুলকে ধরতে খালে ঝাঁপ দেন।
এ সময় আসামি নাজমুল সাঁতারিয়ে পালিয়ে যান। তবে পুলিশের উপপরিদর্শক রেজাউল খালের পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপপরিদর্শক রেজাউল করিমের মরদের মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/functions/media-functions.php on line 72
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/functions/media-functions.php on line 72