দেশজুড়ে
‘আসামি’ ধরতে ইশরাকের মিছিলে পুলিশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত নয়াবাজারে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণা মিছিল থেকে একজনকে আটকের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে ইশরাকের নেতৃত্বে প্রচারণার সময় এ ঘটনা ঘটে।
তবে পুলিশের দাবি, একজন ছিনতাইকারী মোবাইল ছিনতাই করে পালিয়ে মিছিলের মধ্য ঢুকে পড়েছিলো। তাকে ধাওয়া করতে গেলে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা তৈরি হয়।তবে মেয়র প্রার্থী ইশরাক বলছেন, পুলিশ উস্কানি দিয়ে প্রচারণায় বাধা দেয়ার চেষ্টা করছে। তারা একজনকে আটক করার চেষ্টা করে মিছিল থেকে।
কতোয়ালি থানার উপ-পরিদর্শক রুবেল খান বলেন, এই ঘটনা সম্পূর্ণ ভুল বুঝাবুঝি।
নির্বাচনী প্রচারণায় বাধা না দেয়া এবং কাউকে গ্রেফতার না করার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।এছাড়া বংশাল এলাকা থেকে ৪ জন ও ওয়ারী থেকে ২ জনকে আটকের অভিযোগ করেন ইশরাক। মিছিলের পেছন থেকে তাদের আটক করা হয় বলে দাবি তার।
/এন এইচ