দেশজুড়েপ্রধান শিরোনাম

আসন্ন রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আসন্ন রমজানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে রোজায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এসব প্রতিষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে এবং রোজাদারদের অফিসে আসার সুবিধার্থে নতুন এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এতে আরো জানানো হয়, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এতে আরো বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি নির্ধারণ করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

প্রজ্ঞাপনে ব্যাংক-বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব অফিস আইন অনুযায়ী সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে উল্লেখ করা হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close