দেশজুড়ে
আসছে ইলিশ, ঢাকার বাজারে
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা বাজারে আসতে শুরু করেছে ইলিশ। আড়ৎদাররা বলছেন সপ্তাহখানেকের মধ্যেই জমে উঠবে ইলিশের বাজার। সরবরাহ বাড়ায় কেজিতে ১৫০ টাকা পর্যন্ত কমেছে সব ধরনের মাছের দাম।
সোয়ারি ঘাটের পাইকারি মাছের আড়তে আড়ৎদারদের হাঁকডাকই বলে দেয় মাছের রাজা ইলিশের আগমন বার্তা। টানা ৬৫ দিন সরকারি নিষেধাজ্ঞার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোয়ারি ঘাটে আসতে শুরু করেছে রুপালি মাছ ইলিশ।
তবে গতবারের চেয়ে এবার তুলনামূলক মাছের সরবরাহ কম বলে জানান পাইকাররা। এজন্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতীয় জেলেদের মাছ ধরাকেই দুষছেন তারা।
এদিকে, দীর্ঘদিন পর বাজারে ইলিশের দেখা পেয়ে খুশি মাছ কিনতে আসা পাইকাররাও। তবে মাছের দাম আশানুরূপ না কমায় হতাশা প্রকাশ করেন তারা।
অন্যদিকে, ইলিশের আগমনে কমতে শুরু করেছে অন্যান্য মাছের দামও । কেজিতে সর্বোচ্চ দেড়শ টাকা কমে দেশি চিংড়ি ৪০০, রুই মানভেদে আড়াইশ থেকে ৩০০ এবং অন্যান্য দেশি ছোট মাছ বিক্রি হচ্ছে কেজিতে ৪০০ টাকায়।